খোকসা অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বুধবার (২৪ মে ২০২৩ ইং) তরিকে মোঃ খায়রুল আলম,সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে মোঃ আবু রাসেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় খোকসা থান অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে রাত আট ঘটিকার সময় খোকসা থানা পুলিশের চৌকস টিম এসআই (নিঃ) মোঃ আকরামুল হক, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় খোকসা থানাধীন পৌরসভার চরপাড়া এলাকায় মাদকের অভিযান পরিচালনা করে সাদা পলিথিনের মধ্যে থাকা ২৫০ গ্ৰাম গাঁজা ও গাঁজা বিক্রির ২,১০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে খোকসা থানা পুলিশ। আটককৃত হলো কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন পৌরসভার চরপাড়া গ্রামের মোঃ আকবর আলীর ছেলে মোঃ নুর ইসলাম (২৭)। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলাম দীর্ঘ দিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা খোকসা চরপাড়ার অলি গলি সহ খোকসা আশ পাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে নিজ এলাকা সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।