গজারিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার তিন পর মরদেহ উদ্ধার।
অনলাইন নিউজ ডেক্স
গজারিয়ায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন পর আলিফের মরদেহ উদ্ধার।কথা ছিল বন্ধুদের সাথে গোসল করে বাড়ি ফিরবে সদ্য এসএসসি পরিক্ষা দেওয়া শিক্ষার্থী মো:আলিফ হোসেনের কিন্তু বাড়ি ফেরা আর হলো। না ফেরার দেশে চলে যেতে হলো। গরমে হাসফাস অবস্থা থেকে একটু রক্ষা পেতে নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার না জানার কারণ নদীর তীব্র স্রোতে তাকে তলিয়ে নিয়ে যায়।নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার (৭ই মে) সকাল ৯ টার দিকে হোসেন্দী ইউনিয়নের সিটি কোম্পানি সংলগ্ন ভবানিপুর খেয়া ঘাট মেঘনা নদীতে আলিফের মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে ম*র*দে*হটি উদ্ধার করা হয়।জানা যায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে আসে আলিফ সাঁতার না জানায় বাসা থেকে পরিবারের সদস্যরা বারণ করা সত্যেও। পরে রবিবার (৫ই মে) দুপুর ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে নি*খোঁ*জ আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতুইতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোরে এবং তীব্র স্রোতের কারণ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে সনাতন পদ্ধতিতে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছ কিন্তু তাৎক্ষণিক তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব খাঁন দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষ হয়ে মহোদয়টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।