গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা
অনলাইন নিউজ ডেক্স
ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার জন্য ঋণের অঙ্ক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি কেনার ঋণের হারও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য গাড়ির দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ দিতে হবে ভোক্তাকে।
আগে সাধারণ গাড়ির দামের ৫০ শতাংশ ঋণ দেওয়া হতো। গ্রাহককে দিতে হতো বাকি ৫০ শতাংশ। এখন থেকে এ ধরনের গাড়ি কেনার জন্য ব্যাংক দেবে গাড়ির দামের ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে গ্রাহককে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর করা হয়েছে।
সূত্র জানায়, দেশের সার্বিক অর্থনীতি বিশেষ করে আমদানি খাতকে চাঙা করতে ভোক্তা পর্যায়ে ঋণ বিতরণের হার বাড়ানো হয়েছে। নতুন বছরে এমন আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ভোক্তা ঋণের আওতায় প্রায় সব ব্যাংক ও কিছু ফাইন্যান্স কোম্পানি এ খাতে ঋণ দিয়ে থাকে। সুদের হার গড়ে ১২ থেকে ১৪ শতাংশ। তবে দুর্বল ব্যাংকগুলোতে এ খাতে সুদের হার আরও বেশি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।