চট্টগ্রামে ১৭ মামলায় আসামি ৩৭ হাজার, গ্রেফতার ৪০৮


চট্টগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৩৭ জনকে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহে চট্টগ্রামে হত্যা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় নগরীতে ১৭টি মামলা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত) নগরীতে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। সিএমপির এডিসি (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ এ তথ্য জানান। সিএমপি সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, সন্ত্রাসবিরোধী, বিস্ফোরক আইনের ধারায় নগরীর ছয় থানায় গত এক সপ্তাহে ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় চারটি, পাঁচলাইশে ছয়টি, খুলশীতে একটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া থানায় একটি ও হালিশহর থানায় একটি মামলা হয়। ১৭ মামলায় অজ্ঞাতনামা ৩৭ হাজার আসামি করা হয়েছে। এর মধ্যে ৪০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর হালিশহর থানায় বিশেষ ক্ষমতা আইনে ও দাঙ্গা সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। হালিশহর থানার এসআই আবদুল গফুর বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে। সিএমপির এডিসি (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, এক সপ্তাহে সিএমপিতে ৪০৮ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।