চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবার মাথায় লেগে প্রাণ গেলো কলেজ ছাত্রের
অনলাইন নিউজ ডেক্স
ঢাকায় সাইকেল প্রতিযোগতিায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় দিনাজপুর চিররিরবন্দর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে গেটে দাড়িয়ে সেলফি তুলেতে গিয়ে সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো কলেজ ছাত্র মারুফের ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার সময় চিররিরবন্দর রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে। নিহত মারুফ (২০) চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল বিভাগেরর ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
স্থানীয়রা জনায়, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগীতায় অংশ নেয় সেই প্রতিযোগীতায় দ্বিতীয় হয় মারুফ। আজ মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল নিয়ে সেলফি তুলার সময় সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।পরে স্থানিয়রা দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।