চাঁদপুরে মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার করেছে …পিবিআই


চাঁদপুর ডিসি অফিসের সামনে থেকে মটর সাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়নগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্য ও চুরি যাওয়া ৫টি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর। রোববার দুপুরে চাঁদপুর পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। তিনি জানান, চাঁদপুর ডিসি অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনার পর ছায়া তদন্ত করে সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পেয়ে তাদের গ্রেফতার করা হয়।এই চক্রের সাথে আন্ত:জেলা চোর চক্রের দেড় শতাধিক সদস্য জড়িত বলেও জানান তিনি। গ্রেফতারকৃতরা হলো বাপ্পি (২১), মোঃ হাসান আহাম্মেদ (২৮) ও মোঃ রাজিব (২১)। তারা উভয়ই মতলব উত্তর উপজেলার বাসীন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নারায়নগঞ্জ ও জেলার মতলব উত্তরে এই অভিযান পরিচালনা করার কথা জানান তদন্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম আমির। তিনি বলেন, গ্রেফতারকৃতদের নিয়ে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দেখানো মতে ৫ টি চোরাইকৃত মটরসাইকেল উদ্ধার করি তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল চুরির মামলা রয়েছে।জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।