চাঁদপুর কুমিল্লা মহাসড়কে বাকিলায় বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের কুমিল্লা চাঁদপুর মহাসড়কে হাজীগঞ্জ থানাধীন বাকিলা বাজার সংলগ্ন মালয়েশিয়া কফি হাউজের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে হাজিগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।
২ নং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুইজন। তাদের চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে আহত দুইজন হাসপাগালে মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।