চাঁদে সূর্য উঠেছে তবুও ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের


চাঁদে দুদিন আগে সূর্য উঠলেও এখনো ঘুম ভাঙছে না ভারতীয় চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম আর অভিযাত্রী যান প্রজ্ঞানের। বুধবার সূর্য ওঠার একদিন পর থেকেই তাদের জাগাতে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু এখনো পর্যন্ত বিক্রম আর প্রজ্ঞানের কাছ থেকে পৃথিবীতে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছে ইসরো। টাইমস অব ইন্ডিয়া, পিটিআই। এক্সের পোস্টে ইসরো জানায়, ‘চন্দ্রযান-৩ অভিযানের খবর: ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি।’ তবে চন্দ্রযান-৩ এর এই দুই অংশের সঙ্গে যোগাযোগ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফর অবতরণ করেছিল চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহকারী প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল গত ২ সেপ্টেম্বর। বিক্রমকে নিষ্ক্রিয় করা হয়েছিল গত ৪ সেপ্টেম্বর। চাঁদের আকাশের সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে কাজ করছিল প্রজ্ঞান আর বিক্রম। চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। এর পরই পৃথিবীর হিসাবে আবার ১৪ দিন টানা রাত। তো চাঁদের আকাশে সূর্য থাকতে থাকতেই বিক্রম আর প্রজ্ঞান যেন নিজেদের কাজ সম্পন্ন করতে পারে সে কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজিয়েছিল ইসরো। কারণ বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, চাঁদে একবার রাত নামলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। প্রচণ্ড সেই ঠাণ্ডায় বিকল হয়ে যেতে পারে বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রাংশ, এমন শঙ্কাও দানা বাঁধছে ইসরোতে।