চাঁপাইনবাবগঞ্জে ছদ্মবেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।


চাঁপাইনবাবগঞ্জে ছদ্মবেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্বীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-যুক্ত রাধাকান্তপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১৬ সেপ্টেম্বর ১৭:১০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তক্কিপুর ব্রিজ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০২১ সালে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে আসামী ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে ২৮/০৪/২০২৫ তারিখে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড তৎসহ ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তক্কিপুর ব্রিজ হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।