চাঁপাই নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।


চাঁপাই নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ  কলেজের বার্ষিক  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শাহ নেয়ামতুল্লাহ কলেজে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মনী উকিল স্মৃতি মিলনায়তনে সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লতিফুর রহমান (সাবেক এমপি)সভাপতি গভর্নিং বডি শাহ নেয়ামতুল্লাহ কলেজ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)। অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণীর পর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও একক সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রকাশ করেন। অতিথিরা বলেন, শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, কলেজের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ পায়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।