চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন নিহত।
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা যশোর থেকে:
যশোরের চৌগাছায় জমিজমার সংক্রান্ত বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজুর রহমান (৫০) নিহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে। নিহত আজিজুর রহমানের মেঝে ভাই আমিনুর রহমান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান আমাদের কেনা একটি জমি গ্রামের রফি উদ্দিন নামে একজন আমাদের হয়রানি করে আসছিল। সে জমিতে আমাদের আবাদও রয়েছে। গতকাল সোমবার প্রতিদিনের ন্যায় আমরা কয়েকজন মিলে হাটতে যায়। আমরা পীর বলুহ দেওয়ান মাজারের নিকট পৌছলে আগে থেকে ওতপেতে থাকা হাজরাখানা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে রফি উদ্দিন, তার স্ত্রী সেলিনা ও তাদের ছেলে জাহিদুল সহ আরো অনেকে আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাশের লাঠি ইত্যাদি দিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এই মারপিটে আজিজুর রহমান জ্ঞান হারিয়ে ফেলে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন - হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।