জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন যারা
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস।বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দুয়া উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) পাথাইরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীনুর রহমান ভূঞা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিসা আক্তার, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম সুমন,
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা)
পাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত দয়াল শিলা, শ্রেষ্ঠ বিদ্যালয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ কাব শিক্ষক দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এবং শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাফসির আহমেদ।
এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম জানান, কেন্দুয়ায় ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হবে। এসময় তিনি সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।