জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
অনলাইন নিউজ ডেক্স
জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) এটি অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তি ৫০৩.২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরতায় ছিল। তবে রয়টার্সের প্রতিবেদনে ভূমিকম্পে ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প পর দেশটিতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।