টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেলো লাল সবুজরা। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। গোহাটিতে ম্যাচ শুরু হবে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
 
আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। যদিও সে ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে বিতর্ক। সেমিফাইনালের পথ সহজ করতে এ ম্যাচে জয় পেতেই হবে টাইগ্রেসের।
 
তবে, পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। মুখোমুখি ৫ ম্যাচে কোনো জয় পায়নি টাইগ্রেস। যদিও এবারের আসরে নিগাররা এক জয় পেলেও এখনো জয়হীন নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চার নম্বরে উঠে আসবে লাল-সবুজ।
 
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। 
 
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর।
 
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।				   
				   				 
			   
          
                   