টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা


টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। ওই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।১০ দিনব্যাপী ওই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তারুণ্যের মেলা টাঙ্গাইলের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮