টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা


টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শারমান যোশি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমায়। টালিউডের নতুন ছবি ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে দেখা যাবে তাকে।সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত আলোচিত ছবি ‘রাবণ’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।জানা গেছে, ‘ভালোবাসার মরশুম’ ছবিতে শারমান যোশি ‘আবির’ চরিত্রে অভিনয় করবেন। তানজিন তিশাকে দেখা যাবে ‘হিয়া’ চরিত্রে এবং সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন ‘পারমিতা’ নামে একটি চরিত্রে। খায়রুল বাসার অভিনয় করছেন ‘গৌরব’ চরিত্রে।এই সিনেমাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত শারমান যোশি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। বাংলা ভাষা এবং চলচ্চিত্র সবসময়ই আমার আগ্রহের জায়গা। এই সিনেমার জন্য আমি বাংলা ভাষা শেখার চেষ্টা করছি। এটা আমার প্রথম বাংলা ছবি হলেও বাংলা সিনেমার নিয়মিত দর্শক আমি।”টালিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিটি দুই বাংলার দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা।