টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা


জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ খেলার জন্য ২৩ মে 23 মে টুর্নামেন্টের জন্য রওনা হবে। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সম্বনয়ে কার্যকরী একটি দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে সামনে থেকে দিক নির্দেশনা দেবেন কোচ কোচ গ্যারি স্টেড। সাপোর্ট স্টাফে আছেন ব্যাটিং কোচ লুক রঞ্চি আর বোলিং কোচ হিসেবে আছেন জ্যাকব ওরাম। আর সহকারী কোচের দায়িত্বে থাকবেন জেমস ফস্টার। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচের মধ্য দিয়ে আসর শুরু হবে। পরের দিন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাপুয়া নিউ গিনির সাথে খেলবে। ৯ জুন মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। নিউজিল্যান্ড ক্রিকেট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি। আর রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল