ট্রাম্পের রক্তাক্ত ছবি সেন্সর করায় ক্ষমা চাইল ফেসবুক


পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ জুলাই এই ঘটনার পরপরই ট্রাম্পের রক্তমাখা একটি ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিশ্বের অন্যতম শীর্ষ সামাজিক মাধ্যম ফেসবুকে ছবিটিকে ‘ভুয়া’ মনে করে সেন্সর করা হয়। গত সোমবার (২৯ জুলাই) ফেসবুকের মালিকপক্ষ মেটা’র পাবলিক অ্যাফেয়ার্স পরিচালক ডানি লেভের সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টের মাধ্যমে সেজন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটা একটা ভুল ছিল। ফ্যাক্ট চেকে প্রথমে একটি ভুয়া ছবি ধরা পড়েছিল, যেখানে সিক্রেট সার্ভিস এজেন্টদের হাসতে দেখা যায়। আর এই কারণে আমাদের সিস্টেম ভুলক্রমে ভুয়া ছবি মনে করে আসল ছবিকেও ফ্যাক্ট চেক দেয়। এটা ঠিক করা হয়েছে। আমরা এই ভুলের জন্য দুঃখিত।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটাল যোগাযোগ করলে তাদের কাছেও নিজেদের এই ভুল স্বীকার করেছেন লেভের। ট্রাম্পের আলোচিত সে ছবিতে উঠে আসে গুলিতে ট্রাম্পের কান রক্তাক্ত হওয়ার ঠিক পরের মুহূর্ত, যখন সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের সে ছবিটি তুলেছিলেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আলোকচিত্রী ইভান ভুচ্চি।