ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
অনলাইন নিউজ ডেক্স
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৃহস্পতিবার দেওয়া এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত এ পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, গত ৩ জুনে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।সোশ্যাল মিডিয়া \'টেস্ট’-এ পাস হলে তবেই মিলবে আমেরিকার ভিসা