ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার।


মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেন থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহতের পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২৫-২৬ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে একজন পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে কখন নাগাদ গুলি করা হয় তা দেখেনি কেউ।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করি। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে রহস্য উদ্ঘাটন চেষ্টা চলছে।