তিতাস উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
আগামী ৯ আগস্ট বুধবার থেকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে কুমিল্লার জেলার তিতাস উপজেলা।এ দিনে আশ্রয়ণ প্রকল্প-২এর আওতায় পর্যায়ে ১১৬টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখহাসিনার উপহারের দুই শতাংশ জমির মালিকানার দলিলসহ দুই রুমবিশিষ্ট সেমি পাকা নতুন ঘর।সোমবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।প্রেস ব্রিফিং-এ নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ জানান, আগামী ৯ আগষ্ট তিতাস উপজেলাকে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ঐদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে এসব বাড়ি হস্তান্তর অনুষ্ঠান থেকে তিনি এ ঘোষণা দিবেন। তিনি আরও জানান, এপর্যন্ত তিতাস উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ২৩৭ টি পাকা বাড়ি নির্মিত হয়েছে। ঘর গুলো হলো উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি ৭৭টি, নারায়নপুর ১২টি, কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর ১৪টি, হাড়াইকান্দি ৪২টি, নারান্দিয়া ইউনিয়নের দুখিয়ারকান্দি ৩টি, বালুয়ারকান্দি ৪টি, তুলাকান্দি ৫টি, কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর ৩টি, জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি ২টি ও শোলাকান্দি ৭৫টি।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, বিআরডি কর্মকর্তা কাজী মাহমুদুল হাসান, ভুমি অফিসের প্রধান সহকারী মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।