তীব্র শীতে বিপর্যস্ত জীবন
অনলাইন নিউজ ডেক্স
ষষ্ঠ দিনের মতো অব্যাহত আছে শীতে প্রকোপ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ঘন্টাই ৯.৮ কিলোমিটার।
এদিকে সৈত্য প্রবাহের প্রভাব হাড় কাপানো শীত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মানুষ ঘন কুয়াশায় ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শীত বস্ত্র গরম কাপড়ের অভাবে প্রান্তিক জনপদ শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে শীতের তীব্রতাই জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে রাত থেকে সকাল পর্যন্ত কন কনে শীত। শীতে ঠান্ডা জানিতো রোগী ভুগছে বেশি শিশু ও বয়স্ক মানুষের বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছে না ব্যাহত হচ্ছে কৃষি কাজ প্রচন্ড ঠান্ডা শীত জনিত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি মোহাম্মদ হারুন অর রশিদ পিতা মতিউর রহমান সাং শিবনারায়নপুর পৌ কানসাট তিনি বলেন বাতাস বৃদ্ধি হওয়ার অনুভিত হচ্ছে তীব্র শীত গবাদি পশু হাস মুরগি পশু পাখি বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে মারা যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা হওয়ার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকেবের হচ্ছনা মানুষ রাস্তায় চলাচল করছে না রাস্তা একেবারে ফাঁকা মোটরসাইকেল, ভ্যান, অটো, রিক্সা, বাস, সিএনজি হেডলাইট জ্বালিয়ে চালানো হচ্ছে কুয়াশায় নামার করনে ১০০ মিটা দূর দেখা যাচ্ছেনা গাড়ি ধীর গতিতে চালানো হচ্ছে যানবাহনে সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না সূর্য দেখা মিলছে না দুপুর ০২:০০টার দিকে দেখা মিলেও সূর্যের আলোর তাপ একেবারেই দুর্বল মানুষের ভেজা পোশাক রোদ্রের শুকাচ্ছে না নদীর কূলে দরিদ্র মানুষের টাটির বাড়ীতে হান হান করে বাতাস প্রবেশ করছে তাদের জীবনযাত্রা অত্যান্ত কষ্টকর হয়ে পড়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।