ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
অনলাইন নিউজ ডেক্স
ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শনিবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। ৪৬ রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিচ্ছেন ড্যারেল মিচেল।ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে টুর্নামেন্টের আগে নিজের প্রস্তুতি জোরদার করতে চায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।