ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিই থাকছে, মেঘালয়ে ঝুলন্ত!


বুথফেরত জরিপের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, দেশটির ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনে ফের বিজেপিই জিততে যাচ্ছে। দুটি রাজ্যে জিতলে বিজেপি ফের সরকার গঠন করবে। তবে মেঘালয়ে মুখ্যমন্ত্রী কনরাড সংমা নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে রয়েছে। বুথফেরত জরিপের তথ্য মতে, ত্রিপুরা রাজ্যের ৬০ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে যাচ্ছে ৩১টি আসন আর বামদলগুলো ছয় থেকে ১৫টি এবং টিএমপি পেতে পারে ১২টি আসন। জরিপের তথ্য মতে, নাগাল্যান্ডের ৬০ আসনের মধ্যে বিজেপির এনডিএ জোট ৪১টি, এনপিএফ ছয়টি, কংগ্রেস একটি ও অন্যান্যরা ১১টি আসন পেতে যাচ্ছে। মেঘালয়ের ৬০ আসনের ক্ষেত্রে জরিপ বলছে, মুখ্যমন্ত্রী কনরাডের এনপিপি ২১টি, বিজেপি ছয়টি, কংগ্রেস ছয়টি এবং অন্যান্যদের দখলে যাচ্ছে ২৬টি আসন। তিন রাজ্যের ভোট নিয়ে বুথফেরত জরিপ চালিয়েছে আরও কিছু প্রতিষ্ঠান। সেসবেও ত্রিপুরায় কোনো ভিন্ন আভাস নেই। বিজেপি এবং তাদের জোটভুক্ত দল ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) পক্ষে রায় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। গবেষণা প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়া ও সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বুথফেরত যৌথ জরিপের তথ্য মতে, ত্রিপুরায় বিজেপি জোট ৩৬ থেকে ৪৫টি আসন পেতে পারে। সেখানে গবেষণা সংস্থা ‘জন কি বাত’ জরিপের তথ্য অনুযায়ী বলেছে, ত্রিপুরায় বিজেপি জোট ২৯ থেকে ৪০টি আসন পেতে যাচ্ছে। জি নিউজ-ম্যাট্রিজ বলছে, ২৯ থেকে ৩৬টি। তবে টাইমস নাও-ইটিজি রিসার্চ তাদের জরিপের তথ্য থেকে বলছে, ২১ থেকে ২৭টির কথা। ত্রিপুরার রাজা বিক্রম মানিক্য দেববর্ম এবার প্রথম ভোটে এসেছেন। বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপের তথ্য বলছে, তাঁর দল টিপরা মোথাও ১২ থেকে ১৪টি আসন পেয়ে যেতে পারে। নাগাল্যান্ড রাজ্যে এনডিপিপি-বিজেপি জোটেরই জয়ের আভাস মিলছে এবং সেটি অনেকটা বিনা বাধায়ই হতে চলেছে বলে বুথফেরত জরিপ বলছে। অন্যদিকে মেঘালয়ে একক জয়ের সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে বুথফেরত জরিপের তথ্য দেখে। সেখানে সরকার গঠনের বিষয়টি ঝুলে পড়তে পারে। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০ আসনে একযোগে ভোট হয়। ২৮ লাখ ২৪ হাজার ভোটারের মধ্যে ২৪ লাখ ৬৬ হাজার ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হয়। তিন রাজ্যেই জয় পেতে ৩১ আসন দরকার পড়বে। আগামী ২ মার্চ ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় রাজ্যের এই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার কথা রয়েছে।