ধর্ম উপদেষ্টার সরাইল মডেল মসজিদ পরিদর্শন ও মতবিনিময় সভা
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ড. আ.ফ.ম. খালিদ হোসেন বুধবার (১ অক্টোবর) সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতি কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টার সরাইল আগমন উপলক্ষে সরাইল উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।