নওগাঁর নিয়ামতপুরে উপজেলা যুবদলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন নিউজ ডেক্স

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা যুবদলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৪ (জুলাই) শুক্রবার বিকাল ৪টায় সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীর বাড়ির সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।এসময় আরও উপস্থিত ছিলেন হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ সবুজ চৌধুরী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান আহমেদ সজিব চৌধুরী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো প্রমূখ।
