নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহ’ত্যা দিবস পালিত।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ভয়াল কালোরাত্রি ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র প্রামানিক।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।