নওগাঁ-৬ ভোটব্যাংক তৈরিতে দৃষ্টি জামায়াতের
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
উত্তর জনপদের রাজনৈতিক ঘটনা বহুল নওগাঁ জেলায় সংগঠন গোছানোর কাজ শেষে ৬টি আসনের প্রায় ৫ টিতেই প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
( আত্রাই - রাণী নগর) নওগাঁ -৬ আসনে দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সরকারের আমলে তেমন কোন কর্মকাণ্ড দেখা না মিললে ও এখন এর পরিবর্তন হয়ছে।
নওগাঁয় ৬টি সংসদীয় আসনের নওগাঁ -৬ এর সবকটি ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে তৈরি করেছে ভোটের মাঠে লড়াই করার শক্ত অবস্থান।
অত্যান্ত সতর্কতার সাথে প্রার্থীর ছবি সম্বলিত ছোট ছোট পোস্টার পাড়া মহল্লায় বিলি করছে কর্মীরা বলে জানাগেছে।ত্রয়োদশ সংসদ নির্বাচন কে ঘিরে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দলটি। পরিচ্ছন্ন,ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে ঘোষণা করা হয়েছে সম্ভাব্য প্রার্থী। প্রার্থীরা বেশির ভাগ ক্ষেত্রেই সমাজে ক্লিন ইমেজের, ফলে তাদের মাধ্যমে ভোটের মাঠে ভাল প্রভাব ফেলবে জামায়াত এমনটি ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায় নওগাঁ -৬ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা জামায়াতের আমির মোঃখবিরুল ইসলাম।