নবীনগরে উপজেলা প্রেসক্লাবের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জহিরুল ইসলাম, নবীনগর উপজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে।অনুষ্ঠানের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.আব্দুল মান্নান।সভায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবে সভাপতি শাহীন রেজা টিটু, নিউ মডেল ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মোকলেসুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসীম উদ্দিন সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী,উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক আমির হোসেন,পৌর জামাতের আমির মোঃ মোখলেসুর রহমান,পৌর জামাতের রাজনৈতিক সেক্রেটারি আমির হোসেন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা জসিম উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন বিএনপি নেতা,বিএনপি নেতা আফজাল, বিএনপি নেতা ডাক্তার ইদ্রিস,উপজেলা ছাত্রদলের অনন্ত হীরা, বিএনপি নেতা এডভোকেট কামাল, বিএনপি নেতা মোনাব্বর, সাবেক উপজেলা ছাত্রদলের আমির হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু, বিএনপি নেতা শামসুজ্জামান টুকুন, বিএনপি নেতা কাবিউল, বিএনপি নেতা মোকসুদ আলী, হানিফ, বিপ্লব সহ আরো অনেকে।আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মদানকাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।