নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনপ্রিয় ফেসবুক গ্রুপ \"ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার\" এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা- দুপুর ১টা পর্যন্ত ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ এডমিন প্যানেলের আয়োজনে অত‍্যন্ত মনোরম পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।জানা যায়, ইব্রাহিমপুর ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ৫ম শ্রেণির ৫৫ জন মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ শরীফুল হক সুমন, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ আবু ইউসুফ। কেন্দ্র পরিদর্শন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। তিনি এ উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েআয়োজকদের ভূ়ঁয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম। ইব্রাহিমপুর ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতায় কেন্দ্র পরিচালনায় ছিলেন, এডমিন প‍্যানেলের সদস‍্য আরিফুল ইসলাম, মোঃ রাকিব, আশিকুর রহমান আশিক, মোঃ ইয়ার হোসেন, আশিক আহমেদ, কাজী রফিক, ইমরান, রিয়াদ প্রমূখ। পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক মোঃ আবু ইউসুফ জানান, ৫ জন ট‍্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারি ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে।