নিখোঁজের তিনদিন পর মিলল কিশোরের বস্তাবন্দি মরদেহ
অনলাইন নিউজ ডেক্স
পাবনার বেড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোর রাজু। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বেড়া মডেল থানায় বুধবার সাধারণ ডায়েরি করেন তার মা। এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরের বস্তাবন্দি মরদেহ যমুনা নদীর পাড়ে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।রাজুর বাবা আব্দুর রাজ্জাক জানান, সে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ জোগাতে সহায়তা করত। সেই ভ্যানগাড়িটিও পাওয়া যায়নি। ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে বুধবার রাজুর মা ময়না খাতুন রাজু নিখোঁজ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেছিলেন। এ মামলাটি তদন্ত করবেন নৌ-পুলিশ।নগড়বাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।