নিজ খরচে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসতে চান খুরশীদ আলম


নিজ খরচে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসতে চান খুরশীদ আলম
শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ‘প্লট জালিয়াতির’ তিন মামলার অন্যতম আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম নিজ খরচে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসতে চান। পাশাপাশি কারাগারে ডিভিশনও চেয়েছেন তিনি। বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই দুটি আবেদন করেন আসামি খুরশীদ। তার পক্ষে অ্যাডভোকেট শাহিনুর রহমান শুনানি করেন। শুনানি নিয়ে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শাহিনুর। আবেদনে বলা হয়, ‘খুরশীদ আলম একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তি। তিনি অভ্যাসগত অপরাধী না। বিসিএস ত্রয়োদশ ব্যাচের সদস্য। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বয়স ৬১ বছর। বিভিন্ন রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে নিয়মিত চেকআপ ও ওষুধ সেবন করেন।’ জীবনযাপন ও শারীরিক অবস্থা বিবেচনা করে নিজ খরচায় অ্যাম্বুলেন্সে আনা নেওয়া এবং তার ডিভিশনের প্রার্থনা করেন আইনজীবী। এর আগে এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খুরশীদ। শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৩১ জুলাই এই তিন মামলাসহ পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবারের তিন মামলার তিন বাদী গত ১১ আগস্ট সাক্ষ্য দেন। এরপর ২৬ আগস্ট ১৭ জন, ২ সেপ্টেম্বর ১৮ জন, ১৭ সেপ্টেম্বর ১০ জন, ৩০ সেপ্টেম্বর ৯ জন এবং ১৫ অক্টোবর ১২ জন সাক্ষ্য দেন।