নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: রিতা


নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: রিতা
নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ও শান্তি এবং উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশে যে বিশৃঙ্খলা চলছে তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মোকাবেলা করতে পারবে।মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সম্মিলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এসব কথা বলেন।ড্যাবের মানিকগঞ্জ শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।আফরোজা খানম রিতা চিকিৎসকদের রোগীদের যত্নসহকারে দেখার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি।এছাড়া রিতা আরও বলেন, মিডিয়া কিছুটা স্বাধীন হলেও এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। এখনো অনেক সত্য কথা মিডিয়া প্রকাশ করতে পারছে না। অনেক ক্ষেত্রে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।