পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা, কী বার্তা দিলেন সমর্থকরা


পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা, কী বার্তা দিলেন সমর্থকরা
পাকিস্তানে শুরু হয়েছে ত্রিদেশিয় সিরিজ। সেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর সে ম্যাচের গ্যালারিতে দেখা মিলল বিচিত্র এক দৃশ্যের।পাকিস্তানের গ্যালারিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা। এক ঝটকায় দেখলে ভারতের পতাকা বলে মনে হতে পারে। তবে অশোক চক্রের জায়গায় গোলের ভিতর রয়েছে আটটি দাগ। ভারতের পতাকায় অশোক চক্রে ২৪টি দাগ থাকে।কিন্তু পাকিস্তানের ম্যাচে গ্যালারিতে ভারতের পতাকা কেন? জবাবটা পতাকার পাশে সাদা কাপড়ে লেখা বার্তাতেই স্পষ্ট। সেখানে লেখা, ‘পাকিস্তানে এসে খেলো ভারত। পাকিস্তান সুরক্ষিত দেশ। খেলাকে খেলার মতো থাকতে দাও। খেলার মধ্যে রাজনীতি আনার দরকার নেই।’এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে চায়নি। যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দিকে হাঁটতে হয়েছে।এর ফলে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। পাকিস্তানকেও দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলতে হবে। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে। প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। যে কারণে পাকিস্তানের সমর্থকরা ভারতের কাছে সে দেশে খেলতে যাওয়ার অনুরোধ করেছে।প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির।