পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত
অনলাইন নিউজ ডেক্স

ভারত-পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতেই চাঙা হয়ে উঠেছে দুদেশের ‘শীতল যুদ্ধ’। রণাঙ্গনে বিরতির পর পালটাপালটি অভিযোগ-দোষারোপে চলছে নতুন বাগ্যুদ্ধ। পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন পরমাণু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে চুপ নেই পাকিস্তানও। পালটা অভিযোগ তুলে বলেছে, পারমাণবিক উপাদান পাচারের আঁতুরঘর ভারতই। আরও দাবি করেছে, ভারতের ভেতরে এক বিপজ্জনক ‘কালোবাজারি নেটওয়ার্ক’ সক্রিয় যা বিশ্বনিরাপত্তার জন্য হুমকি। যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশের এ দ্বন্দ্ব উদ্বিগ্ন বিশ্ব। এএফপি।পেহেলগামে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন, ‘একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ? সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে।’পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএর সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই পালটা জবাব দেয় পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে।’ পাকিস্তানের দাবি, যদি সত্যিই উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতেই।বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে। যা একটি সক্রিয় কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয়।’গত বছর ভারতের দেরাদুন শহরে পাঁচ ব্যক্তি ধরা পড়ে। যাদের কাছ থেকে ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র (বিএআরসি) থেকে চুরি হওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। পরে আরেকটি দল ধরা পড়ে যাদের কাছে ক্যালিফোর্নিয়াম নামক অত্যন্ত তেজস্ক্রিয় ও বিষাক্ত উপাদান ছিল। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২১ সালেও ক্যালিফোর্নিয়াম চুরির তিনটি ঘটনা রেকর্ড করা হয়।পাকিস্তান বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, ভারত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইএইএর কাছে আহ্বান জানিয়েছে, ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক। একই সঙ্গে, ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রসী হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত টানা চার দিন পালটা-পালটি হামলার পর অবশেষে যুদ্ধবিরতি হয় দুই দেশে। তবে যুদ্ধবিরতি হলেও এখনো দুই দেশের উত্তেজনা তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
