পিবিআই পরিচয়ে প্রতারণাসহ ডাকাতি চক্রের ০৬ সদস্য গ্রেফতার


আসামিরা হলেন ১ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ জামিলা খাতুন, সাং-সাহেদ নগর বেপারীপাড়া, ২ ইব্রাহীম মোন্নাফ (২৫), পিতা-মফিজ উদ্দিন, মাতা-মরিয়ম, সাং-টুকরা ছোনগাছা, ৩ ইকবাল চৌধুরীয় বাবু সাংবাদিক (৫২), পিতা-লুৎফর চৌধুরী, মাতা-শান্তি বেওয়া, সাং-ছোনগাছা দক্ষিণ, ৪ মোঃ সাগর আলী শহিদুল (৪০), পিতা-মৃত মোজাহার আলী, মাতা-মোছাঃ সুরুতজান, সাং-দত্তবাড়ী, সর্ব থানা-সিরাজগঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ গত ০৬/০৭/২০২৩ খ্রিঃ নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোড়ারগাঁতী গ্রামস্থ জনৈক মোঃ আমজাদ শেখ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ইং ০১/০১/২০২৩ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ ইং-০২/০১/২০২৩ তারিখ রাত্রি অনুমান ০১.০০ ঘটিকার সময় ০৬ জন অজ্ঞাতনামা আসামী যাদের প্রত্যেকের মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় বাদীর বাসায় অনধিকার প্রবেশ করে। প্রবেশকৃতদের মধ্যে একজন এসআই মামুন পিবিআই, সিরাজগঞ্জ এবং অন্যরা এসআই মামুন এর লোক পরিচয় দিয়ে বাদীকে মাদক ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখিয়ে বাদীর নিকট ২০,০০০ টাকা দাবী করে। বাদী ভয়ে অজ্ঞাতনামা আসামীদেরকে ১০,০০০ টাকা দিলে তারা টাকা নিয়া চলে যায়। পরে ইং-১৫/০১/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় উক্ত অজ্ঞাতনামা আসামীগণ পূনরায় মাফলার পরিহিত অবস্থায় বাদীর বাসায় গিয়ে গেট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশের সময় বাদীর ছোট ভাই ও বড় ভাই মোঃ আক্তার শেখ এর স্ত্রী বাঁধা দিলে অজ্ঞাতনামা আসামীগন তাদেরকে পিবিআই এর লোক পরিচয় দিয়ে পিস্তল (খেলনা পিস্তল) দেখিয়ে ভয় দেখায়। অজ্ঞাতনামা আসামীগন বাদীর বসত ঘরে অনধিকার প্রবেশ করে ঘরে থাকা দুইটি বড় স্টিলের বাক্সের তালা ভেঙ্গে বাক্সে থাকা নগদ ১১,০০০ টাকা, ও একজোড়া স্বর্ণের দুল, ওজন অনুমান ১০ আনা, মূল্য অনুমান ৫৫,০০০/-টাকা ও একটি বিদেশী টর্চ লাইট, মূল্য অনুমান ৩,০০০/- টাকা বের করে নিয়ে যায়। আসামীগন বাদীর বাসা থেকে চলে যাওয়ার সময় একটি খাম বাদীর ভাবীর হাতে দিয়ে যায়। উক্ত খামে থাকা মোবাইল নং-০১৭২৬-৮০৩৩৭৮ তে ফোন করে যোগাযোগ করতে বলে। এছাড়াও খামের ভিতরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পুলিশের মনোগ্রাম যুক্ত একটি কাগজ, যাতে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জ, বাংলাদেশ পুলিশ পিবিআই সিরাজাগঞ্জ শাখা, ক্রাইম এন্ড অপরশন ও মোঃ আল-মামুন (এসআই), পি.বি.আই, সিরাজগঞ্জ ক্রাইম এন্ড অপরশন”লেখা ও স্বাক্ষর করা সহ আরো বেশ কিছু লেখা আছে এবং খামের উপরেও “সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জ, বাংলাদেশ পুলিশ পি. বি. আই সিরাজগঞ্জ শাখা, ক্রাইম এন্ড অপরশন”লেখা আছে। উক্ত ঘটনার বিষয়ে বাদী সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যাহা সিরাজগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-০৪/০২/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/ ১৭০/৪০৬/৪২০/৩৮০ পেনাল কোড।, থানা পুলিশের পাশাপাশি মামলাটি পিবিআই, সিরাজগঞ্জ টিম ছায়া তদন্ত করতে থাকে। মামলাটি পিবিআই কর্তৃক গত ০৫/০২/২০২৩ ইং তারিখ মামলাটি অধিগ্রহন করে তদন্তভার এসআই(নিঃ) মোঃ ইমরান হোছাইন এর উপর অর্পন করা হয়। মামলাটি তদন্তকালে পুলিশ সুপার, পিবিআই, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় মামলার সন্দিগ্ধভাবে ১। মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ জামিলা খাতুন, সাং-সাহেদ নগর বেপারীপাড়া, ২ ইব্রাহীম মোন্নাফ (২৫), পিতা-মফিজ উদ্দিন, মাতা-মরিয়ম, সাং-টুকরা ছোনগাছা, ৩ ইকবাল চৌধুরী বাবু (৫২), পিতা-লুৎফর চৌধুরী, মাতা-শান্তি বেওয়া, সাং- ছোনগাছা দক্ষিণ, ৪ মোঃ সাগর আলী শহিদুল (৪০), পিতা-মৃত মোজাহার আলী, মাতা-মোছাঃ সুরুতজান, সাং-দত্তবাড়ী, ৫ মোঃ বাবু মিয়া (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ-কামনা খাতুন, সাং-চিলগাছা, ৬ মোঃ রুহুল আমিন (৩৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ কহিনুর, সাং-পশ্চিম দত্তবাড়ী, সর্ব থানা-সিরাজগঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই সিরাজগঞ্জ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইমরান হোছাইন মামলাটি তদন্ত করেন। এসআই (নিঃ) মোঃ ইমরান হোছাইন মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ জামিলা খাতুন, সাং-সাহেদ নগর বেপারীপাড়া,২ ইব্রাহীম মোন্নাফ (২৫), পিতা-মফিজ উদ্দিন, মাতা-মরিয়ম, সাং-টুকরা ছোনগাছা, ৩। ইকবাল চৌধুরী বাবু (৫২), পিতা-লুৎফর চৌধুরী, মাতা-শান্তি বেওয়া, সাং- ছোনগাছা দক্ষিণ, ৪। মোঃ সাগর আলী শহিদুল (৪০), পিতা-মৃত মোজাহার আলী, মাতা-মোছাঃ সুরুতজান, সাং-দত্তবাড়ী, ৫। মোঃ বাবু মিয়া (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ-কামনা খাতুন, সাং-চিলগাছা সর্ব থানা-সিরাজগঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেন। আসামীদের দেয়া তথ্য অনুযায়ী গত ০৮/০৬/২০২৩ তারিখ রাতে মোঃ রুহুল আমিন(৩৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ কহিনুর, সাং-পশ্চিম দত্তবাড়ী, থানা সদর, সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য তারা পুলিশ, পিবিআই পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোককে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই করে টাকা আদায় করত। গ্রেফতারকৃত আসামীগন বাদীর বাড়ীর ঘটনা ছাড়াও পুলিশ, পিবিআই পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে সদর থানাধীন বালিঘুঘরি গ্রামের জনৈক আনন্দ এর বাড়ি হতে নগদ টাকা ও চিলগাছা গ্রামের জনৈক ফরিদের কাছে থেকে নগদ ২৫,০০০ টাকা এবং বাড়ীর আলমারি হতে স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে আসে মর্মে স্বীকারোক্তি প্রদান করে। পিবিআই কর্তৃক গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী ১ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ জামিলা খাতুন, সাং-সাহেদ নগর বেপারীপাড়া,২ ইব্রাহীম মোন্নাফ (২৫), পিতা-মফিজ উদ্দিন, মাতা-মরিয়ম, সাং-টুকরা ছোনগাছা, ৩। ইকবাল চৌধুরী বাবু (৫২), পিতা-লুৎফর চৌধুরী, মাতা-শান্তি বেওয়া, সাং-ছোনগাছা দক্ষিণ, ৪ মোঃ সাগর আলী শহিদুল (৪০), পিতা-মৃত মোজাহার আলী, মাতা-মোছাঃ সুরুতজান, সাং-দত্তবাড়ী, সর্ব থানা-সিরাজগঞ্জ ও জেলা-সিরাজগঞ্জগন গত ০৬/০৭/২০২৩ খ্রিঃ নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।