পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প
অনলাইন নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে বলে তিনি আশা করছেন না।বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি, ততক্ষণ আমি মনে করি না কিছু হবে।পুতিন তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ায় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে কার্যকর সমাধানের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের আলোচনাই একমাত্র পথ হতে পারে।বুধবার ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার পুতিন তুরস্কে যাননি। তাই ট্রাম্পও দেশটিতে যাননি।এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, আমি জানি না যদি আমি না যাই, তিনি (পুতিন) সেখানে থাকবেন কি না। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে, তাহলে আমি সেখানে যেতে পারি।প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘদিন ধরেই চলছে। যুক্তরাষ্ট্র এটি থামাতে আপ্রাণ চেষ্টা করছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প এ যুদ্ধ থামানোর পক্ষে ছিলেন। এবার তা বাস্তবায়নের পথে। তবে নানা দরকষাকষির কারণে দেরি হচ্ছে।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। যা পরে যুদ্ধে গড়ায়। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনো চলছে।
