পেঁয়াজের মূল্যবৃদ্ধি, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে জেলা প্রশাসনের অভিযান
অনলাইন নিউজ ডেক্স
পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন।
রোববার এ অভিযানে যাত্রাবাড়ি কাঁচা বাজারের সভাপতি এবং সাধারণ সম্পাদক থেকে মুচলেকা নেওয়া হয়। এসময় বাজার নিয়ন্ত্রণের জন্য তাদের ২ দিনের সময় দেওয়া হয়।
একইদিন বিকাল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারী ও খুচরা বাজারের কাঁচা ও পাকা ভাইচার পর্যবেক্ষণ করা হয়। যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করা হয়। একইসঙ্গে অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি এবং বিধিবহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক।
এ সময় জেলা বিপনন কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পুলিশ সহযোগিতা করে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।