প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে বৈঠক করলেন সুইস রাষ্ট্রদূত
অনলাইন নিউজ ডেক্স
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। তারা অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করেছেন। রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ দূতের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় সুইস দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সুইস দূতাবাস জানায়, প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও রাষ্ট্রদূত রেতা রেংগলির বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের উপর অন্তর্বর্তী সরকারের ফোকাস এবং অর্থনীতিকেন্দ্রিক বৈদেশিক নীতি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক কাঠামোর অবস্থার উন্নতি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের সুবিধা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।