প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলবেন সবাই


প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলবেন সবাই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবার আগে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। সেই ঘাটতি মেটাতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। বোলিং কিংবা বোলিং করতে পারবেন টাইগার স্কোয়াডের সবাই।পাকিস্তান শাহিনস মূলত পাকিস্তানের পাইপলাইনের দল। পাকিস্তানের হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাবেন, এমন কোনো খেলোয়াড়ও এই ম্যাচে নেই। দিবারাত্রি ম্যাচটি বসেছে আইসিসির ক্রিকেট একাডেমি মাঠে।ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিশন শুরু করবে বাংলাদেশ। রোববার দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে শান্ত ব্রিগেড। মূল লড়াইয়ের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে আজকের ম্যাচটিই টাইগারদের ভরসা।পাকিস্তানের এই দলটি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। আজ তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে টাইগারদের ব্যাটিং লাইন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং উইকেট সম্পর্কে ধারণা পেতে চাইছে বাংলাদেশ।ভারতের বিপক্ষে লড়াইয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের কমপক্ষে দুটি জিতলেই শেষচারের পথ খুলবে শান্তদের।