ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে


ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে
পবিত্র রমজান মাসের জন্য সারা বিশ্বের কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইবাদত-বন্দেগি, আল্লাহর নৈকট্য অর্জন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সমাজে ভালোবাসা ও সহযোগিতা ছড়িয়ে দেওয়ার অনন্য সময় হলো এই মাস। ২০২৬ সালও তার ব্যতিক্রম নয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাবে আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এর আগের সন্ধ্যায় আরব বিশ্বের অনেক দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এজন্য প্রতিটি দেশেই শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজানের শুরু ও শেষ ঘোষণা করে। ইসলামি ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমেই শুরু ও শেষ হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের তুলনায় ১০ থেকে ১১ দিন ছোট, তাই প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজানের তারিখ কিছুটা এগিয়ে আসে। ফলে মুসলমানরা কখনো শীতে, কখনো গ্রীষ্মে, আবার কখনো বর্ষা কিংবা বসন্তে রোজা রাখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করেন।