ফেয়ার এর আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রকল্প তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স
আজ ফেয়ার এর আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞানভিত্তিক প্রকল্প তৈরি বিষয়ক কর্মশালা। এতে অংশগ্রহণ করে উক্ত প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থী। সকালে কর্মশালা উদ্বোধন করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি একাডেমিক পৃষ্ঠপোষক হিসেবে আয়োজনটিতে সহায়ক ভূমিকা পালন করে।
সকালে কর্মশালার প্রথম ভাগে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, বিজ্ঞানে চাই মাপজোখ, বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার, বিজ্ঞান প্রোজেক্ট সহ বিভিন্ন গ্রুপে ভাগ করে হাতেকলমে এক্সপেরিমেন্ট করানোর নির্দেশনা দেয়া হয়েছে।
দুপুরের খাবার বিরতির পরে কর্মশালার দ্বিতীয় ধাপে ডাটা এনালাইসিস এবং গ্রাফ-চার্টের সেশনের পর শিক্ষার্থীরা একটি বৈজ্ঞানিক গবেষণা করে বৈজ্ঞানিক পোস্টার হাতেকলমে তৈরি করেছে। শিক্ষার্থীরা সহজ উপকরণ ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করে প্রাপ্ত ডাটা এনালাইসিস করেছে। এরপর শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত পোস্টার উপস্থাপন করছে।
কর্মশালাটি রিসোর্স পারসন হিসেবে পরিচালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির পক্ষ থেকে মুশফিকুর রহমান প্রিয়, সহকারী একাডেমিক সমন্বয়ক, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিকরণ সমিতি এবং তানভীর হাসান সিয়াম, একাডেমিক দলের সদস্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিকরণ সমিতি।
সার্বিক সহায়তায় ছিলেন ফেয়ার এর সমন্বকারী কেএম হারিসুল আলম জনি, প্রকল্প কর্মকর্তা কৌশিক আহমেদ শাওন, রবিন কুমার ও মো: টুটুল আলী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।