ফের কার থেকে দূরত্ব বজায় রাখছেন সামান্থা?


ফের কার থেকে দূরত্ব বজায় রাখছেন সামান্থা?
সম্পর্ক বিষিয়ে গেলে সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী বলেছেন, ব্যক্তিগত জীবনে এই মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই ‘যেমন ভাবা তেমন কাজ’ বলে জানান সামান্থা।একটা সময় অভিনেত্রী ও তার সাবেক স্বামী নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় দক্ষিণী এ নায়িকার।তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। নাগাকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা—এমনটাই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। এর মধ্যেই বিষিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে ওই কথা বলেন অভিনেত্রী।সামান্থার এ সম্পর্ক তার সাবেক স্বামীর সঙ্গে ছিল না, এটি ছিল মোবাইল ফোনের সঙ্গে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন ফোন ছাড়া একমুহূর্ত থাকতে পারতেন না তিনি। সারাক্ষণ হাতে ফোন নিয়ে থাকতেন। নিজেই জানিয়েছিলেন ফোনের প্রতি আসক্ত ছিলেন তিনি। যদিও সেই আসক্তি কাটিয়ে উঠেছেন।গত কয়েক বছরে নিজের জীবনচর্চায় বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। তার মধ্যে অন্যতম হলো ফোনের থেকে দূরত্ব। তিনি সপ্তাহে তিন দিন নাকি ফোন ছুঁয়ে দেখেন না। ফোনে যোগাযোগ রাখেন না কারও সঙ্গে। ওই তিন দিন নিজের মস্তিষ্ককে সময় দেন। নিজের মতো থাকেন বলে জানিয়েছেন ৩৮ বছরের এ অভিনেত্রী।