ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু


ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু
এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম।সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে পণ্যগুলো বিক্রি করা হবে। এতে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর পাওয়া যাবে।নিম্নআয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।তবে একজন ক্রেতা এক দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।পণ্যগুলোর নির্ধারণ করা হয়েছে, ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি ৫০০ গ্রাম ১৫৫ টাকা।এতে জানানো হয়েছে, অন্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম দ্রুত শুরু হবে।এর আগে গত ৩১শে ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিলো।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮