ফের শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
অনলাইন নিউজ ডেক্স

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (১৯ জুলাই) অবশ্য বসুন্ধরার স্পোর্টস গ্রাউন্ডে প্রথম ম্যাচের মতো ৯-১ গোলে উড়িয়ে দিতে পারেনি।শ্রীলংকার গোলরক্ষক থারুশিখা দোদামগোদেজ যদি গোলবারের নিচে বীরত্ব না দেখাতেন তাহলে আগের থেকেও বেশি গোলে জিততে পারতেন আফঈদা খাতুন-পূজা দাসরা। এদিন রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।এবার শ্রীলংকার জালে জোড়া গোল করেন পুজা দাস। একবার করে জালের দেখা পান তৃষ্ণা রানী, কানন রানী ও আফঈদা খন্দকার প্রান্তি। আজ শনিবারের ম্যাচে জয়ের ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে স্বাগতিক বাংলাদেশ দল। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। সোমবার তাদের বিপক্ষেই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।আগের ম্যাচের মতো শ্রীলংকার জালে দ্রুত গোল পায়নি বাংলাদেশ। ২৪তম মিনিট বক্সের ভেতর থেকে নিচু কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন কানন। ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মাঝমাঠ থেকে সুরমা জান্নাতের লম্বা শট ক্রসবারের ওপরের কাণায় লাগে। খানিক বাদে তৃষ্ণার কোনাকুনি শট পোস্টে প্রতিহত হওয়ার পর, ফিরতি শটে পুজা জাল খুঁজে নেন।৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। পুজার একটু উচুঁ করে নেওয়া শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়। আর শেষ দিকে গোলের খাতায় নাম তোলেন তৃষ্ণা। সতীর্থের থ্রু পাস ধরে, পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি।যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে স্কোরলাইন ৫-০ করেন অধিনায়ক আফঈদা। বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বাংলাদেশ। আফঈদার প্রথম শট বাইরে গেলেও আগে বক্সে খেলোয়াড় ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান তিনি। কাজেও লাগান সেটি।
