ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল


ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল
গত বছর ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল।বিয়ের কয়েক মাস পরই এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন অভিনেত্রী। ফের এই দম্পতির সংসার ভাঙার ফিসফাস চলছে।গত কয়েক দিন ধরে দিব্যা অপূর্বর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়লেও পূর্বের মতো নীরব ছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আগুনে জল ঢাললেন দিব্যা। বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়েছেন দিব্যা।এ ছবিতে দেখা যায়, পোশাকের কোনো একটি শো রুমে স্বামী অপূর্বর হাত ধরে মিরর সেলফি তুলছেন দিব্যা।হাস্যোজ্জ্বল দিব্যা এ ছবিতে লেখেন—“এটা কেন ভাই?” এরপর এই অভিনেত্রী লেখেন, “মিডিয়া আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। পোস্ট করে দিলাম।”গত বছর বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি।আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার।আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।”এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, “সে (অপূর্ব) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম।কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে। আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।”ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব।একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

সর্বশেষ :

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত   মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান   শালিখায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে   পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে   ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ   ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা   সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ   শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি   নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি