বড়াইগ্রামে বসতঘরে আগুন, পুড়ে ছাই এক বছরের শিশু


নাটোরের বড়াইগ্রামে একটি বসতবাড়িতে লাগা আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়েছে। ওই আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষবিশিষ্ট দালানঘর পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। কায়েস মোল্লা বলেন, আগুনে আমার সব শেষ করে দিল। আমার প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।