বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে: পূজা


বর্তমান সময়ে আলোচিত নায়িকা পূজা চেরি। সিনেমার গণ্ডি পেরিয়ে ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব জগতে পা রাখতে চলেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ‘প্রেমের দোকানদার’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে। গানে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা। গানটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে অনেকেই। পূজা চেরিকে বরাবরই ছোট বোন বলে ডাকেন অপু। নতুন গানে পূজার অনবদ্য নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অপু বিশ্বাসও। ‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে। ধন্যবাদ দিদি, তোমাকে অনেক ভালোবাসি।’ প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়।