ববিতে সমন্বয়কের ওপর হমালা, দ্রুত বিচারের দাবি মানবাধিকার সংগঠনের


ববিতে সমন্বয়কের ওপর হমালা, দ্রুত বিচারের দাবি মানবাধিকার সংগঠনের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাবেক সমন্বয়ক ইমরান আল-আমিন এর ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার। সেই সাথে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছে এ সংগঠনটি।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক মুকুল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধানতম দায়িত্ব হলো ভিন্নমতকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা এবং সেখান থেকে যতটুকু সত্য ও বস্তুনিষ্ঠ ততটুকু নিঃসংকোচে গ্রহণ করা। কিন্তু ইমরান আল আমিনের উপরে হামলার ঘটনা সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ, যা বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন। কোন ভাবেই মতামত প্রদানের অপরাধে কাউকে শারীরিক বা মানসিকভাবে হেনস্থা করার অধিকার অন্য কেউ সামার্থন করে না।’বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সকলেরই ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের উপর। অতিদ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।উল্লেখ্য, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভিসি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিবিরকর্মী ট্যাগের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমরান আল-আমিন এর ওপর হামলা চালানো হয়।