বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার


বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার
বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন।তিনি বলেন, সারা দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রোববার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেলহাজতে প্রেরণ করেন।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনো শুরু হয়নি। তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারা দেশে শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর বরিশাল নগরীতে শনিবার (০৭ ফেব্রুয়ারি) থেকে অভিযান শুরু হয়েছে। সে রাতেই নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮